চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে চোট পেয়েছেন এই পেসার। তিনি এখনও সেই আঘাত থেকে সুস্থ হতে পারেননি।
একই আঘাতের কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও ছিটকে পড়েছেন এই পেসার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) চিকিৎসকের মতে, শরিফুল যে ধরনের আঘাত পেয়েছেন তা থেকে সুস্থ হয়ে উঠতে প্রায় ১০ দিন সময় লাগে। কিন্তু তার ক্ষেত্রে সময় বেশি লাগছে।
আশা করা হচ্ছে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন শরিফুল।
পাকিস্তানে খেলা বাংলাদেশ দলে একমাত্র শরিফুলকেই পরিবর্তন করা হয়েছে। শরিফুলের শূন্যস্থান পূরণ করা হয়েছে বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকের আলীকে দিয়ে।
আরও পড়ুন: বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেললেও প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন জাকের।
ভারত সিরিজের প্রথম টেস্ট ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে এবং দ্বিতীয় টেস্ট ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে।
এই সিরিজের আগে ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট খেললেও একটিতেও জেতার রেকর্ড নেই বাংলাদেশের। আগের সিরিজগুলোর দুই টেস্টে ড্র হয় এবং ১১টি ম্যাচ হেরেছে বাংলাদেশ।
টেস্ট সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের