শরিফুল
ভারত টেস্ট থেকে ছিটকে পড়লেন শরিফুল
চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে চোট পেয়েছেন এই পেসার। তিনি এখনও সেই আঘাত থেকে সুস্থ হতে পারেননি।
একই আঘাতের কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও ছিটকে পড়েছেন এই পেসার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) চিকিৎসকের মতে, শরিফুল যে ধরনের আঘাত পেয়েছেন তা থেকে সুস্থ হয়ে উঠতে প্রায় ১০ দিন সময় লাগে। কিন্তু তার ক্ষেত্রে সময় বেশি লাগছে।
আশা করা হচ্ছে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন শরিফুল।
পাকিস্তানে খেলা বাংলাদেশ দলে একমাত্র শরিফুলকেই পরিবর্তন করা হয়েছে। শরিফুলের শূন্যস্থান পূরণ করা হয়েছে বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকের আলীকে দিয়ে।
আরও পড়ুন: বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেললেও প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন জাকের।
ভারত সিরিজের প্রথম টেস্ট ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে এবং দ্বিতীয় টেস্ট ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে।
এই সিরিজের আগে ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট খেললেও একটিতেও জেতার রেকর্ড নেই বাংলাদেশের। আগের সিরিজগুলোর দুই টেস্টে ড্র হয় এবং ১১টি ম্যাচ হেরেছে বাংলাদেশ।
টেস্ট সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের
৩ মাস আগে
বোলিংয়ে ফিরেছেন শরিফুল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘বিবেচনায়’
আঙুলের চোট কাটিয়ে বোলিংয়ে ফিরেছেন বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম। ইতোমধ্যে নেটে অনুশীলন শুরু করেছেন তিনি।
বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে আটটায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভালো খবর শুনিয়েছেন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।
তিনি বলেছেন, শরিফুল বোলিংয়ে ফিরেছেন। দক্ষিণ আফ্রিকা ম্যাচের জন্য তাকে বিবেচনায় রাখা হয়েছে।
আরও পড়ুন: মিলার-স্টাবসের দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়ে জিতল দক্ষিণ আফ্রিকা
বিশ্বকাপের পর্দা ওঠার আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে নেমে আঙুলে চোট পান বাঁহাতি এই পেসার। হাতে ছয়টি সেলাই লাগায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারেননি তিনি। আরও কয় ম্যাচ মিস করেন, তা নিয়েও ছিল ধোঁয়াশা। তবে এত তাড়াতাড়ি তার অনুশীলনে ফেরা বাংলাদেশ ক্রিকেটের ভক্তদের জন্য সুখবরই বটে।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগেও অনুশীলনে উপস্থিত ছিলেন শরিফুল। তবে তখন নেট বোলিংয়ে অংশ নিতে পারেননি তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি নিতে বর্তমানে নিউ ইয়র্কে রয়েছে বাংলাদেশ দল। স্থানীয় সময় রবিবার ম্যাচের ভেন্যু থেকে সামান্য দূরে ক্যান্টিয়াগ পার্কে অনুশীলন করেছে তারা।
চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয় টাইগারদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।
আরও পড়ুন: দলের বিপদকালে আরও একবার জয়ের নায়ক মাহমুদউল্লাহ
৬ মাস আগে
বিপিএলের উদ্বোধনী ম্যাচে শরিফুলের হ্যাটট্রিক
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৪-এর উদ্বোধনী ম্যাচে স্পটলাইটে এসেছেন দুর্দান্ত ঢাকার বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলামের হাত ধরে প্রথম ম্যাচেই এল হ্যাটট্রিক। এদিকে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা।
আরও পড়ুন: বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থাকার সিদ্ধান্ত তামিম নিজেই নিয়েছেন: মাশরাফি
কুমিল্লার ইনিংসের ২০তম ওভারের শেষ তিন বলে কুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ফিরিয়ে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পান শরিফুল ইসলাম।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলের) দশম আসরের সপ্তম হ্যাটট্টিকের রেকর্ড এটি। এর আগেরটিই করেছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরীর।
আরও পড়ুন: ক্রিকেটার নাসির ২ বছরের জন্য নিষিদ্ধ: আইসিসি
বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগে হ্যাটট্রিক করেছেন আন্দ্রে রাসেল, ওয়াহাব রিয়াজ, আলিস ইসলাম, আল আমিন হোসেন ও মোহাম্মদ সামি।
বিপিএল ২০২৪- এর উদ্বোধনী ম্যাচে ঢাকা ৬ উইকেটে ১৪৩ রানে ভিক্টোরিয়ান্সকে আটকে দেয়। এছাড়া ইমরুল কায়েস ৬৬ ও তৌহিদ হৃদয় ৪৭ রান করেন।
আরও পড়ুন: ঢাকার জয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে বিপিএলের নতুন মৌসুম
ঢাকার হয়ে শরিফুল ৩টি ও তাসকিন আহমেদ ২টি উইকেট নেন।
ভিক্টোরিয়ান্স চারটি বিপিএল শিরোপা নিয়ে গর্ব করলেও দুর্দান্ত ঢাকা অভিষেক করছে এবারের আসরে।
আরও পড়ুন: বিপিএলের দিকে নজর রেখে প্রস্তুতি নিচ্ছেন তামিম
১১ মাস আগে
লঙ্কান লিগ খেলার জন্য বিসিবির সম্মতি পেয়েছেন শরিফুল
লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশগ্রহণের জন্য বিসিবির সম্মতি পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তাকে চুক্তিবদ্ধ করেছে কলম্বো স্ট্রাইকার্স।
এরই মধ্যে কলম্বোতে এলপিএল দলে যোগ দিতে ঢাকা ছেড়েছেন শরিফুল।
আরও পড়ুন: লঙ্কান প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে ডাক পেয়েছেন তাসকিন ও তৌহিদ
এর আগে, ডান হাতি মিডল অর্ডার ব্যাটার তৌহিদ হৃদয়কেও এলপিএলে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।
এদিকে পেস বোলার তাসকিন আহমেদ এলপিএলে খেলার আমন্ত্রণ পেলেও কাজের চাপের কারণে বোর্ড তাকে অনুমতি দেয়নি।
এ ছাড়া বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানেরও এলপিএলে খেলার কথা রয়েছে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ২০১৮ সালে এলপিএল চালু করেছিল। তারপর থেকে এটি প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে।
লঙ্কান প্রিমিয়ার লিগ ৩১ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: এশিয়ান গেমস ফুটবল: চাপে বাংলাদেশ পুরুষ দল
এলপিএলে অংশ নিতে তাসকিনের এনওসি দিতে দেরি করছে বিসিবি
১ বছর আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে যুক্ত হলেন সৌম্য ও শরিফুল
অস্ট্রেলিয়ায় রবিবার থেকে শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলে দুজন খেলোয়ারকে পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।
বোর্ড ব্যাটার সাব্বির রহমান এবং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের স্থলে বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার এবং বাঁহাতি বোলার শরিফুল ইসলামকে যুক্ত করা হয়েছে।
এর আগে নতুন যুক্ত হওয়া খেলোয়াড়রা বিশ্বকাপের এই আসরে স্ট্যান্ডবাই তালিকায় ছিলেন।
সব দলের জন্য স্কোয়াড চূড়ান্ত করার শেষ মূহুর্তে শুক্রবার(১৪ অক্টোবর) পরিবর্তন আনলো বিসিবি।
সাব্বির এবং সাইফুদ্দিন এখন নিউজিল্যান্ড থেকে দেশে ফিরবেন যেখানে বাংলাদেশ দল স্বাগতিক ও পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলেছে।
আরও পড়ুন: ২০২২ আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপের সেরা ৬ ক্যাপ্টেন
গত এশিয়া কাপে আশ্চর্যজনক প্রত্যাবর্তনের পর, সাব্বির চারটি টি-টোয়েন্টি খেলেন এবং আন্তর্জাতিক ক্রিকেটে তার দক্ষতা প্রমাণ করতে ব্যর্থ হন। শেষ চার ইনিংসে তিনি সর্বোচ্চ ১৪ রান করেন।
সাইফুদ্দিন তার শেষ পাঁচটি টি-টোয়েন্টিতে মাত্র তিনটি উইকেট পেয়েছেন। সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তিনি ৫০ রান দেন এবং কোনও উইকেট নিতে পারেননি। এই পারফরম্যান্স টিম ম্যানেজমেন্টকে তাকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত না করতে প্ররোচিত করেছিল।
এদিকে, বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ দল শনিবার ব্রিসবেনে যাবে। যেখানে তারা ২৪ অক্টোবর হোবার্টে তাদের প্রচার শুরু করার আগে যথাক্রমে ১৭ এবং ১৯ অক্টোবর আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এবারের বিশ্বকাপে সরাসরি সুপার ১২ রাউন্ড খেলছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী, মুসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেট কিপার/সহ অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, এবাদত হোসেন।
আরও পড়ুন: ত্রিদেশীয় সিরিজ: দুর্দান্ত দলীয় প্রচেষ্টায় নিজেদের ঘরে ট্রফি তুলল পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২: বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ
২ বছর আগে