বার্মিংহামের এজবাস্টনের ম্যাচের আগে তিনি বলেন, ‘ভারতের বিরুদ্ধে নতুন বলে বোলিং খুব গুরুত্বপূর্ণ হতে পারে। শুরুতে ভালো বল করতেই হবে। নতুন বলটা ব্যবহার করা খুব জরুরি।’
‘তবে শেষ কথা বলবে পিচ। দেখি, বার্মিংহ্যামে পরিস্থিতি কী রকম হয়। যদি মনে হয় বল ঘুরবে তাহলে শুরুতে উইকেট তোলার জন্য স্পিনার আনতে পারি। কিন্তু যদি বল সুইং করে, স্বাভাবিকভাবেই সিমাররা বল করবে। মঙ্গলবার মাঠে গিয়ে সব বুঝে সিদ্ধান্ত নেব,’ যোগ করেন তিনি।
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিশ্বকাপে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে মাত্র একটি উইকেট পেয়েছেন টাইগার অধিনায়ক। আর মাত্র এক ম্যাচেই পুরো ১০ ওভার বল করতে পেরেছেন।
তারাপরও মাশরাফিকে নিয়ে আশাবাদী ওয়ালশ বলেন, ‘আমি জানি ও বেশি উইকেট পায়নি, কিন্তু সেটাই তো শেষ কথা নয়। ও যা বল করছে, এক সময় না এক সময় পাবেই। আর উইকেট পাওয়া নিয়ে আমি বিশেষ চিন্তিত নই। লাইন-লেংথ ঠিক রাখলে, ব্যাটসম্যানদের মারার সুযোগ না দিলেই আমি সন্তুষ্ট।’