ভারতের দেয়া ৩৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩১৬ রানে অলআউট হয়।
অজিদের পক্ষে স্টিভেন স্মিথ সর্বোচ্চ ৬৯ রান করেন। এছাড়া ডেভিড ওয়ার্নার ৫৬, অ্যালেক্স ক্যারি ৫৫, উসমান খাজার ব্যাট থেকে আসে ৪২ রান।
ভারতের পক্ষে জাসপ্রিত বুমরা ও ভুবেনেশ্বর কুমার ৩টি করে এবং চাহাল ২টি উইকেট লাভ করেন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান করে বিরাট কোহলি বাহিনী।
সেঞ্চুরি পেয়েছেন ওপেনার শিখর ধাওয়ান। তিনি ১১৭ রান করেন। ম্যাচসেরার পুরস্কারও পান এ ওপেনার। এছাড়া অধিনায়ক কোহলি ৮২ এবং রোহিত শর্মা ৫৭ রান করেন।
শেষদিকে ব্যাট হাতে অজি বোলারদের ওপর তাণ্ডব চালান হার্দিক পান্ডিয়া ও মহেন্দ্র সিং ধোনি। পান্ডিয়া ২৭ বলে ৩টি ছক্কা ও ৪টি চারের সাহায্যে ৪৮ এবং ধোনি ১৪ বলে ১টি ছক্কা ও ৩টি চারে ২৭ রান করেন। আর লোকেশ রাহুল ৩ বলে ১টি ছক্কা ও সমান চারে করেন ১১ রান।
অস্ট্রেলিয়ার পক্ষে মার্কুইস স্টয়নিস ২টি এবং পেট কামিনস, মিচেল স্টার্ক ও কাল্টার নাইল প্রত্যেকেই ১টি করে উইকেট লাভ করেন।