১২ রানে চার উইকেট খোয়ানোর পর যেন উইকেটে শেকড় ছেড়ে দিলেন ট্রিস্টান স্টাবস ও ডেভিড মিলার। তাদের অনবদ্য ব্যাটিং পারফর্ম্যান্সে দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
শনিবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের দেওয়া ১০৪ রানের লক্ষ্য মেকাবিলা করতে গিয়ে চার উইকেটের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৫৯ রান করেন মিলার। স্টাবস আউট হন ৩৩ রান করে।
নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন ভিভিয়ান কিংমা ও লোগান ভ্যান বিক।
ডাচদের দেওয়া ১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২ রানেই চার উইকেট খুইয়ে বিপদে পড়ে প্রোটিয়ারা।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকাকে ছাঁই দিয়ে ধরেছে নেদারল্যান্ডস
দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই রান আউটের শিকার হন কুইন্টন ডি কক। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে আরেক ওপেনার রিজা হেনড্রিকসকে বোল্ড করে দেন লোগান ভ্যান বিক।
দুই ওভারে দুই উইকেট হারানোর পর তৃতীয় ওভারেও অব্যাহত থাকে সেই ধারা। ওভারের তৃতীয় বলে কিংমার বলে খোঁচা দিতে গিয়ে স্লিপে ডাচ অধিনায়ক এডওয়ার্ডসের হাতে ক্যাচ হয়ে ফেরেন প্রোটিয়া অধিনায়ক মার্করাম।
পরের ওভারটি উইকেটবিহীন গেলেও পঞ্চম ওভারে ক্লাসেনকে ফেরান কিংমা। ওভারের তৃতীয় বলটি উড়িয়ে মারতে গিয়ে প্রিঙ্গলের তালুবন্দি হয়ে যান তিনি। ক্লাসেন সাজঘরে ফিরলে ১২ রানে চার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
তিন ওভার বোলিং করে একটি মেইডেনসহ ৭ রান খরচায় দুই উইকেট নিয়ে ত্রাস ছড়ান ভিভিয়ান কিংমা।
আরও পড়ুন: প্রোটিয়া বোলিংয়ের সামনে ডাচদের অসহায় আত্মসমর্পণ
তবে এরপরই উইকেটে থিতু হন মিলার ও স্টাবস। ৬৫ রানের জুটি গড়ে স্টাবস যখন বিদায় নেন, তখন তার দলের প্রয়োজন মাত্র ২৭ রান। এরপর মার্কো ইয়ানসেন নামলেও তিন রান করে বিদায় নেন তিনি। পরে কেশব মহারাজ মিলারকে শুধু সঙ্গ দেন, বাকি কাজ তিনি একাই সারেন।
সাত বল বাকি থাকতে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন ডেভিড মিলার।
এ জয়ে ‘ডি’ গ্রুপের প্রথম দুই ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডে ওঠার সম্ভাবনা আরও পাকাপাকি করল দক্ষিণ আফ্রিকা। আগামী সোমবার রাত সাড়ে আটটায় বাংলাদেশের বিপক্ষে খেলবে তারা।