উইকেট নিয়ে যে আশঙ্কা করেছিলেন এইডেন মার্করাম, তা মিলে গেল অক্ষরে অক্ষরে। আর প্রোটিয়া বোলিংয়ের গতিতে হতাশ হতে হলো নেদারল্যান্ডসকে।
নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করে ৯ উইকেটে ১০৩ রান করেছে নেদারল্যান্ডস।
ডাচদের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেছেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন অষ্টম ব্যাটার টিম প্রিঙ্গল (২৩)। মূলত এই দুজনের জুটিই ডাচদের দলীয় স্কোর শতরান পার করতে ভূমিকা রেখেছে।
আরও পড়ুন: দ্বিতীয় ম্যাচেও আগে ফিল্ডিংয়ে প্রোটিয়ারা
দক্ষিণ আফ্রিকার হয়ে এদিন সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন গত ম্যাচেও চমক দেখানো ওটনিয়েল বার্টম্যান। গত ম্যাচে ৯ রান দিয়ে একটি উইকেট পেয়েছিলেন তিনি। আজকে রান দিয়েছেন ১১টি। এছাড়া কাদিসো রাবাদা ও কেশব মহারাজ দুটি করে উইকেট নিয়েছেন।
ইনিংসের শুরুতেই ধাক্কা খায় নেদারল্যান্ডসের ব্যাটিং লাইন-আপ। তৃতীয় বলেই মাইকেল লেভিটকে কট বিহাইন্ড করে সাজঘরে ফেরত পাঠান মার্কো ইয়ানসেন।
ইয়ানসেনের আউটসাইড অফস্ট্যাম্পে করা ডেলিভারিটি ড্রাইভ করতে গেলে ইনসাইড এজ হয়ে যায়। তবে দারুণ নৈপুণ্যে বলটি গ্লাভসবন্দি করেন ডি কক। শুরুতে আম্পায়ার আউট না দিলেও আত্মবিশ্বাসী ডি কক রিভিউ নিয়ে সফল হন। ফলে ওয়াইড থেকে আসা একটি রানের পরই উইকেট পড়ে ডাচদের।
রাবাদা ও ইয়ানসেনের পরের দুই ওভার দেখেশুনে খেলার পর গত ম্যাচে অভিষিক্ত বার্টম্যানকে বোলিংয়ে আনেন মার্করাম। চতুর্থ বলেই সাফল্য পান তিনি। ডাচদের অপর ওপেনার ম্যাক ওডাউডের দর্শনীয় ক্যাচটি ধরেন ইয়ানসেন। পরের ওভারে বোলিংয়ে এসে ফের উইকেটের দেখা পান ইয়ানসেন। এবার তার শিকার বিক্রমজিত সিং। ৪.৩তম ওভারে ১৭ বলে ১২ করা বিক্রমজিত ফিরে গেলে ১৭ রানে প্রথম তিন ব্যাটারকে হারায় নেদারল্যান্ডস।
আরও পড়ুন: দলের বিপদকালে আরও একবার জয়ের নায়ক মাহমুদউল্লাহ
পরের চার ওভারে উইকেট বাঁচিয়ে রেখে খেলতে গিয়ে রানের চাকা আর ঘোরাতেই পারছিলেন না ব্যাস ডি লিড ও এঙ্গেলব্রেখ্ট। তবে নবম ওভারের প্রথম বলেই প্রোটিয়াদের ব্রেকথ্রু এনে দেন নর্টিকিয়া। তার শর্ট পিচ ডেলিভারিটি পেছন দিয়ে বের করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে দাঁড়িয়ে থাকা ডেভিড মিলারকে ক্যাচ দিয়ে ফেলেন ডি লিড। ফলে আরও বিপদে পড়ে নেদারল্যান্ডস। দশ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় চার উইকেটে মাত্র ৩৫ রান।
একাদশ ওভারে ফের এক জোড়া উইকেট পড়ে ডাচদের। নর্টকিয়ার ওই ওভারের প্রথম বলটি ঠেকিয়ে দ্বিতীয় বলেই ছক্কা মারেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তবে পরের বলে দুঃখজনকভাবে রানআউট হয়ে যান তিনি। দুই বল পর নতুন ক্রিজে আসা তেজা নিদামানুরু ক্লাসেনকে ক্যাচ দিলে ৪৮ রানে ৬ উইকেট হারিয়ে খাদের কিনারে চলে যায় নেদারল্যান্ডস।
তবে এখান থেকে দলকে টেনে তোলেন এঙ্গেলব্রেখ্ট ও অষ্টম ব্যাটার হিসেবে নামা লোগান ভ্যান বিক। বাউন্ডারি, সিঙ্গেলস নিয়ে সংগ্রহ বড় করার চেষ্টা করেন তারা। এতে সফলও হন এ দুজন।
৫৪ রানের জুটি গড়ে শেষ ওভারের প্রথম বলে এঙ্গেলব্রেখ্ট (৪০) ও শেষ বলে ভ্যান বিক (২৩) আউট হন। মাঝে দুই বলে শূন্য রানে ফেরেন টিম প্রিঙ্গল। তিনটি উইকেটই যায় ওটনিয়েলের ঝুলিতে।