মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর দেয়া ১৫৮ রানের টার্গেট ২ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে টপকে যায় মুশফিক বাহিনী।
চিটাগংয়ের পক্ষে মুশফিক ৪৬ বলে ২টি ছক্কা ও ৬টি চারের সাহায্যে ৬৪ এবং সৈকত ২৬ বলে ২টি ছক্কা ও ৪টি চারের সাহায্যে ৪৩ রান করে অপরাজিত থাকেন। এছাড়া মোহাম্মদ শাহজাদ ২৫ এবং নজিবুল্লা জাদরান ২৩ রান করেন।
রাজশাহীর হয়ে আরাফাত সানি ৩টি এবং মিরাজ ১টি উইকেট লাভ করেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে তিন বিদেশি রিক্রুট লরি ইভান্স, ক্রিশ্চিয়ান জংকার ও রায়ান টেন ডেশকাটের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান করে রাজশাহী।
ইভান্স ৫৬ বলে ২টি ছক্কা ও ৮টি চারের সাহায্যে ৭৪, জংকার ২০ বলে ২টি ছক্কা ও ৩টি চারে ৩৬* এবং ডেশকাট ২০ বলে ২৮ রান করেন।
চিটাগংয়ের হয়ে খালিদ আহমেদ ২টি এবং আবু জায়েদ, ফ্রাইলিংক ও সানজামুল ইসলাম ১টি করে উইকেট পান।