তিন উইকেটে ৩৪২ রান নিয়ে রবিবার তৃতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। বাংলাদেশের বোলারদের দাপটে ১১৩ রান যোগ করতেই পরের ৭ উইকেট হারায় স্বাগতিকরা।
দিনের শুরুতেই আগেরদিনে ১৪৩ রান করে অপরাজিত থাকা বাবর আজম ফিরে যান। তিনি আজ আর কোনো রান করতে পারেননি। আসাদ শফিক আগেরদিনের সাথে আর ৫ রান যোগ করে প্যাভিলিয়নের পথ ধরেন (৬৫)। এছাড়া হারিস সোহেল (৭৫) ছাড়া আর কোনো ব্যাটসম্যান তেমন সুবিধা করতে পারেননি।
এর আগে ওপেনার শান মাসুদ ১০০ এবং অধিনায়ক আজহার আলী ৩৪ রান করেন।
বাংলাদেশের পক্ষে রুবেল হোসেন ও আবু জায়েদ রাহি ৩টি করে, তাইজুল ইসলাম ২টি এবং এবাদত হোসেন ১টি উইকেট লাভ করেন।
এর আগে শুক্রবার টেস্টের প্রথম দিনের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানদের সংগ্রহ থামে ২৩৩ রানে। তারা খেলতে পারেন ৮২ ওভার ৫ বল। আলোর স্বল্পতার কারণে দিনের বাকি খেলা আর অনুষ্ঠিত হয়নি।
টাইগারদের হয়ে সর্বোচ্চ ৬৩ রান আসে মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে। সেই সাথে নাজমুল হোসেন শান্ত (৪৪), লিটন দাস (৩৩), অধিনায়ক মুমিনুল হক (৩০), মাহমুদউল্লাহ (২৫) ও তাইজুল ইসলাম (২৪) ছাড়া আর কেউ বলার মতো কোনো অবদান রাখতে পারেননি।
পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি ৪টি, মোহাম্মাদ আব্বাস ও হারিস সোহেল ২টি করে এবং নাসিম শাহ ১টি উইকেট লাভ করেন।