রবিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে জিনেদিন জিদানের শিষ্যরা।
এর আগে গত সপ্তাহে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মাঠেও গোলশূন্য ড্র করে মাদ্রিদের এ ক্লাবটি। এছাড়া ভ্যালেন্সিয়ার বিপক্ষেও ১-১ গোলে ড্র করে তারা।
বিশ্বের অন্যতম ধনী ক্লাবের তিন ম্যাচে মাত্র ১ গোল। এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হবে রিয়াল কোচ জিদানকে।
জিদান বলেন, ‘গোলের অনেক সুযোগ পেয়েও আমরা কাজে লাগাতে পারিনি। এটাই ফুটবল।’
তিনি বলেন, ‘শেষ তিন ম্যাচে গোল করার মতো অনেক সুযোগ আমরা পেয়েছি। কিন্তু একটা গোল করতে পেরেছি। আমি ভাগ্যকে দোষারোপ করব না। গুরুত্বপূর্ণ হলো আমরা গোলের সুযোগ তৈরি করতে পেরেছি। আমরা এটা ধরে রাখবো এবং গোল হবে।’
এদিকে বছর শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে গেল রিয়াল মাদ্রিদ। জানুয়ারির প্রথম সপ্তাহে আবারও লিগ শুরু হবে। বার্সেলোনা ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল।