বুধবার রাতে সৌদি আরবে ১০ জনের মিলানকে হারিয়ে রেকর্ড আটবারের মতো শিরোপা জিতল যুভেন্টাস। ইতালিয়ান ক্লাবে রোনালদোর এটি প্রথম শিরোপা।
শিরোপা জয়ের পর এক প্রতিক্রিয়ায় রোনালদো বলেন, ‘আমি খুবই আনন্দিত, আমি যেটা চেয়েছি সেটাই হয়েছে। যুভেন্টাসের হয়ে প্রথম শিরোপা জিতে আমি খুবই খুশি।’
শেষ চার ম্যাচে যুভেন্টাসের হয়ে রোনালদোর এটি চতুর্থ গোল। সম্প্রতি আমেরিকান এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়ার মামলায় বেশ ভোগান্তিতে আছেন সিআর সেভেন।
২০০৯ সালে লাস ভেগাস হোটেল পেনথাউজে সাবেক মডেল ও স্কুল শিক্ষক ক্যাথরিন মেয়রগাকে রোনালদো ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। ধর্ষণের পর বিষয়টি গোপন রাখতে ওই মডেলকে টাকা দেয়া হয়। এ ঘটনা তদন্তে নেমে পুলিশ রোনালদোর ডিএনএ নমুনা চেয়েছে। তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন এ পর্তুগিজ উইঙ্গার।
এর আগে সাত মৌসুমে শিরোপা জেতা যুভেন্টাস সেরি আ লিগে ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। ইতালিয়ান কাপের কোয়ার্টারফাইনালে রয়েছে যুভেন্টাস। এছাড়া চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬-তেও জায়গা করে নিয়েছে ক্লাবটি।
সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে প্রথমার্ধ গোলশূন্য থাকে। তবে দুইবার সুযোগ পেয়েও বল জালে জড়াতে পারেনি যুভেন্টাস। অবশেষে ৬১তম মিনিটে রোনালদোর নৈপুণ্যে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তুরিনের ক্লাবটি।