ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার পাকিস্তানের কাছে সাত উইকেটে হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশের দেয়া ১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে এক বল ও সাত উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাবর আজমের দল।
আরও পড়ুন: ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান ৫৬ বলে ৬৯ এবং বাবর ৪০ বলে ৫৫ রান করেন। এছাড়া মোহাম্মদ নওয়াজ শেষ দিকে ২০ বলে অপরাজিত ৪৫ রান করে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বাংলাদেশের পেসার হাসান মাহমুদ দুটি উইকেট নেন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭৩ রান করে বাংলাদেশ। দলের পক্ষে লিটন দাস ছয়টি চার ও দুটি ছয়ে ৪২ বলে ৬৯ এবং অধিনায়ক সাকিব সাতটি চার ও তিনটি ছয়ে ৪২ বলে ৬৮ রান করেন।
পাকিস্তানি বোলারদের মধ্যে নাসিম শাহ ও ওয়াসিম জুনিয়র দুটি করে উইকেট শিকার করেন।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে চার ম্যাচেই হারল বাংলাদেশ। ইতোমধ্যে পাকিস্তান ও নিউজিল্যান্ড ফাইনালে খেলা নিশ্চিত করেছে।
আরও পড়ুন: লিটন-সাকিবের ব্যাটে পাকিস্তানকে ১৭৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ