ঢাকা, ০২ জুলাই (ইউএনবি)- আইসিসি ক্রিকেট বিশ্বকাপের শেষ দিকে এসে জ্বলে উঠেছে শ্রীলঙ্কা।
সোমবার চেস্টার লি স্ট্রিটে ওয়েস্ট ইন্ডিজকে ২৩ রানে হারিয়েছে লঙ্কানরা।
টস হেরে আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৮ রান করে।
দলের পক্ষে অভিষেক ফার্নান্ডো সর্বোচ্চ ১০৪ রান করেন। এছাড়া কুশল পেরেরা ৬৪ এবং থিরিমান্নে ৪৫ রান করেন।
জবাব দিতে নেমে নিকোলাস পুরানের সেঞ্চুরি এবং ফ্যাবিয়ান এলেনের ঝড়ো ব্যাটিংও ওয়েস্ট ইন্ডিজকে জেতাতে পারেনি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৫ রান করে ক্যারিবীয়রা।
পুরান ১১৮ এবং এলেন ৩২ বলে ৫১ রান করেন।