ক্রিকেটাররা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর শুক্রবার থেকে শুরু হয় জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। শুধু শনিবারই প্রস্তুতি ক্যাম্পে হাজির হয়েছিলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
এছাড়া টেলিকম কোম্পানির সাথে চুক্তি করায় বিসিবির সাথেও দ্বন্দ্ব শুরু হয়েছে সাকিবের। বিসিবির পক্ষ থেকে প্রথমে সাকিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা শোনা গেলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বোর্ড। আপাতত তাকে শোকজ করার কথা জানিয়েছে বিসিবি।
এ অবস্থায় টাইগার দলপতি ভারত সফরে যাবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল। বিষয়টি পরিষ্কার হতে টাইগার ভক্তদের অপেক্ষা করতে হবে মঙ্গলবার পর্যন্ত।
এদিন ভারত সফরের টি২০ সিরিজের জন্য সংশোধিত স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৭ অক্টোবর টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করে বিসিবি। ঘোষিত স্কোয়াড থেকে ওপেনার তামিম ইকবাল ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। অন্যদিকে ইনজুরির কারণে খেলতে পারবেন না পেস অলরাউন্ডার সাইফউদ্দিন।
সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান বেশ কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছেন যে সাকিব ভারত সফরে যেতে আগ্রহী নয়।
আগামী মাসে টি২০ ও টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ৩ নভেম্বর প্রথম টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে অরুন জেটলি স্টেডিয়ামে। ৭ এবং ১০ নভেম্বর বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে রাজকোট এবং নাগপুরে। ম্যাচ তিনটি বাংলাদেশ সময় সাড়ে ৬টায় শুরু হবে।
টি২০ সিরিজ শেষে দুদল দুটি টেস্ট সিরিজে মুখোমুখি হবে। আগামী ১৪ নভেম্বর প্রথম এবং ২২ নভেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হওয়ার কথা রয়েছে।