এর আগে কিউইদের মাটিতে প্রথম দুই ম্যাচেও বড় ব্যবধানে পরাজিত হয় মাশরাফি বিন মর্তুজার দল।
বুধবার ডানেডিনের নয়নাভিরাম ইউনিভার্সিটি ওভাল মাঠে ৮৮ রানের জয় নিয়ে মাশরাফিদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ড।
আগের দুই ম্যাচের প্রতিটিতে পরে ব্যাট করে ৮ উইকেটের জয় পাওয়া নিউজিল্যান্ড এবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৩৩০ রান সংগ্রহ করে।
কিউইদের পক্ষ থেকে কেউ শতক না পেলেও ব্যাটিংয়ে সুযোগ পাওয়া প্রায় প্রত্যেকেই অবদান রেখেছেন। অর্ধশতক পেয়েছেন হেনরি নিকোলস, রস টেইলর ও টম ল্যাথাম।
বাংলাদেশের হয়ে সাইফ উদ্দিন ও মেহেদী হাসান মিরাজ নিয়ন্ত্রিত বোলিং করলেও সবচেয়ে হতাশার ছিলো দলের অন্যতম সেরা বোলার মুস্তাফিজুর রহমান। ১০ ওভারে দিয়েছেন ৯৩ রান!
নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচের প্রথমভাগে নিউজিল্যান্ডকে অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল বাংলাদেশ। ২৫ ওভারে নিউজিল্যান্ডের রান ছিল ১২০। কিন্তু পরের ২৫ ওভারে তুলেছে তারা ২১০ রান!
স্বাগতিকদের পাহাড়সম সংগ্রহ তাড়া করতে যেয়ে সফরকারী বাংলাদেশ সমতল থেকে যেন পড়ে যায় আরও গভীর খাদে। দলের ২ রানেই নেই তিন উইকেট। পরবর্তীতে আগের দুই ম্যাচের মতো এবারও হাল ধরেন সাব্বির ও সাইফউদ্দিন।
সাইফউদ্দিন ৪৪ রানে ফিরে গেলেও মিঠুনের অনুপস্থিতিতে এক ধাপ আগে ছয় নম্বরে খেলতে নামা সাব্বির তুলে নেন ক্যারিয়ারের প্রথম শতক। টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে ১০২ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে সাব্বির আউট হলে ২৪২ রানেই থেমে যায় টাইগারদের ইনিংস।