ঢাকা, ২৪ সেপ্টেম্বর (ইউএনবি)- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে সম্প্রতি অনুমতি পাওয়ায় চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) বাকি ম্যাচে খেলতে পারবেন বাংলাদেশ টেস্ট ও টি২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
মঙ্গলবার গণমাধ্যমকে বিসিবি ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আমরা সাকিবকে সিপিএলে অংশ নিতে এনওসি (অনাপত্তিপত্র) দিয়েছি। আমরা আশা করছি নভেম্বরে বাংলাদেশের ভারত সফরের আগে সে দলের সাথে অনুশীলনে যোগ দেবে।’
সিপিএলের শেষ মৌসুমে বার্বাডোস ট্রাইডেন্টসের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন সাকিব। কিন্তু চোটের কারণে তিনি আর খেলতে পারেননি। সাকিবের পরিবর্তে পরে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে নেয়া হয়।
২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত সাকিব জ্যামাইকা তালাওয়াহ এবং বার্বাডোস ট্রাইডেন্টসের হয়ে সিপিএলে ২৪টি ম্যাচ খেলেছেন।