মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লো-স্কোরিং ম্যাচে রাজশাহী কিংসকে ২৫ রানে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা।
দিনের প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে রাজশাহী কিংসকে ১২৯ রানের টার্গেট দেয় খুলনা টাইটান্স। তবে অল্প রানের টার্গেট অতিক্রম করতে পারেনি রাজশাহী। এক বল আগেই মাত্র ১০৩ রানে অলআউট হয় মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংস।
১২৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই তেমন সুবিধা করতে পারেনি রাজশাহী কিংস। দুই ওপেনার মুমিনুল (৭) ও লরি ইভানস (০) বলার মতো রান করতে পারেননি। তবে ওয়ান ডাউনে খেলতে নামা অধিনায়ক মেহেদী মিরাজ শুরু থেকে চালিয়ে খেলতে থাকেন। তবে তিনি ১৬ বলে ইনিংস সর্বোচ্চ ২৩ রান করে তাইজুলের বলে আরিফুলের হাতে ক্যাচ দিয়ে ফিরলে হতাশায় পুড়ে কিংসরা।
সৌম্য সরকার ২ ও জাকির হোসের ৭ রানে প্যাভিলিয়নের রাস্তা ধরলে ৪৭ রান তুলতে ৫ উইকেট হারিয়ে পরাজয়ের প্রহর গুনতে তাকে রাজশাহী। তবে তাদের শেষ ভরসা ছিলেন বিদেশি রিক্রুট রায়ান টেন ডেসকাট। তবে তিনি ১৩ রানের বেশি করতে পারেননি।
খুলনা টাইটান্সের হয়ে জুনায়েদ ও তাইজুল ৩টি করে, মাহমুদউল্লাহ ২টি এবং ডেভিড উইসি ১টি উইকেট লাভ করেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে খুলনাকে ভালো শুরু এনে দিতে পারেননি জহুরুল ইসলাম এবং জুনায়েদ সিদ্দিকী। ৬ বলে ১৩ করা জহুরুল উদানার বলে আরাফাত সানির তালুবন্দি হলে ভাঙে ১৫ রানের ওপেনিং জুটি।
অপর ওপেনার জুনায়েদ সিদ্দিকীকে (১৪) সরাসরি বোল্ড করে দেন রাজশাহীর অধিনায়ক মেহেদী মিরাজ। এরপর উইকেটে দলের দুই সেরা ব্যাটসম্যান ডেভিড মালান ও অধিনায়ক মাহমুদউল্লাহ জুটি গড়েন। তবে দুজনই টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করতে ব্যর্থ হন।
মালান ২১ বলে ১৫ রান ও অধিনায়ক রিয়াদ ১৩ বলে ৯ রান কলে সাজঘরে ফেরেন। বিপিএলের প্রতিটি আসরের মতো এবারের আসরে ও ক্যারাবিয়ান ক্রিকেটারেরা ভালো পারফরম্যান্স করে আসছে। টিম খুলনা তাই ব্যাটিং বিপর্যয়ে ক্যারাবিয়ান ক্রিকেটার কারলোস ব্রাথওয়েট এর দিকে তাকিয়ে ছিল। তবে ১২ বলে ৮ রান করে আরাফাত সানির বলে এলবির ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরলে দলীয় বড় রানের সংগ্রহ করার স্বপ্ন শেষ হয়ে যায় তাদের। শেষ দিকে আরিফুল ২৬ ও ডেভিড উইসি ১৩ করলে ২০ ওভার শেষে ৯ উইকেটে ১২৮ রান করে খুলনা টাইনান্স।
রাজশাহী কিংসের হয়ে উদানা, আরাফাত সানি ও মিরাজ ২টি করে এবং মুস্তাফিজ ১টি উইকেট লাভ করেন।