শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে বড় ব্যবধানের হারের পর প্রথম দল হিসেবে প্লে-অফ রাউন্ডের আশা হারালো তারা।
এদিকে ১০ ম্যাচ খেলে মাত্র দু’টিতে জয় পাওয়া খুলনাকে হারিয়ে সমান সংখ্যক ম্যাচ খেলে চার জয় পাওয়া সিলেট সিক্সার্সের প্লে-অফ রাউন্ডে খেলার আশা জিঁইয়ে থাকলো এখনও।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামা সিলেট সিক্সার্সের দুই ওপেনার লিটন দাস ও আফিফ হোসেন দলকে এনে দেন দূরন্ত সূচনা।
লিটন ২২ বলে ৩৪ এবং আফিফ ৩৭ বলে ৪৯ রনে ফিরে গেলেও সাব্বির রহমানের ২৯ বলে ৪৪ ও মোহাম্মাদ নেওয়াজের ২১ বলে ৩৯ রানের অপরাজিত মারকুটে ইনিংসের সৌজন্যে ১৯৫ রানের বড় পুঁজি পায় সিলেট।
ওভার প্রতি প্রায় ১০ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি খুলনার। চারটি চারে ১১ বলে ২০ রান করে ফিরে যান জুনাইদ সিদ্দিক।
একটু পরে দুই ছক্কায় ১৬ রান করে বিদায় নেন আরেক ওপেনার আল আমিন জুনিয়র। মাঝে টেইলর ২৩ বলে ৩৪ রানের ছোটখাটো ঝড়ো ইনিংস খেললেও নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক মাহমুদুল্লাহদের ব্যর্থতায় কেবল পরাজয়ের ব্যবধানটাই কমিয়েছে।
সব কটি উইকেট হারিয়ে সাত বল বাকি থাকতেই ১৩৭ রানে থামে খুলনার ইনিংস। সেই সাথে থেমে যায় এবারের আসরের প্লে-অফ খেলার আশা।