বুধবার চেস্টার লি স্ট্রিটে টস জিতে আগে ব্যাট করে জনি বেয়ারস্টোর টানা দ্বিতীয় সেঞ্চুরির সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৫ রান করে স্বাগতিকরা।
বেয়ারস্টো ১০৬, জেসন রয় ৬০ এবং মর্গান ৪২ রান করেন।
নিউজিল্যান্ডের পক্ষে জিমি নিশাম, ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি ২টি করে এবং টিম সাউদি ও মিচেল স্যান্টনার ১টি করে উইকেট লাভ করেন।
টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে ইংলিশ দুই ওপেনার জেসন রয় ও বেয়ারস্টো। তাদের জুটিতে ১৮.৪ ওভারে আসে ১২৩ রান। মাত্র ৩১.৪ ওভারে ২০৬ রান করে স্বাগতিকরা। এরপরই জনি বেয়ারস্টো আউট হলে রানের গতি কমতে থাকে ইংলিশদের।
একসময়ে সাড়ে তিনশো বা তারও বেশি রান হবে বলে মনে করা হলেও নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলে শেষ পর্যন্ত ৩০৫ রানে থামে ইংল্যান্ডের ইনিংস।
সেমিফাইনালের সমীকরণ মেলাতে দুই দলের জন্যই এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। যারাই জয়ী হবে অস্ট্রেলিয়া ও ভারতের পর তৃতীয় দল হিসেবে তারা সেমির টিকিট পাবে।
অন্যদিকে পরাজিত দলকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচের দিকে। আজকের ম্যাচে ইংল্যান্ড হেরে গেলে আর বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান জিতলে সেমিতে চলে যাবে পাকিস্তান।
অন্যদিকে ইংল্যান্ড জিতলে তখন বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে। পাকিস্তান হারলে সেমিতে কোয়ালিফাই করবে নিউজিল্যান্ড।