বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন (বিএইচএফ) আয়োজিত স্বাধীনতা দিবস হ্যান্ডবল (নারী ও পুরুষ) শুরু হচ্ছে বুধবার।
রাজধানীর শহীদ শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে (ম্যাচ ১৫) শুরু হবে।
টুর্নামেন্টের উদ্বোধন করবেনরাজউকের সাবেক চেয়ারম্যান ও বিএইচএফের সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান।
দুটি গ্রুপে বিভক্ত ছয়টি দল পুরুষ ও নারী উভয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
অংশগ্রহণকারী পুরুষ দল:
গ্রুপ এ- বর্ডার গার্ড বাংলাদেশ, টিম হ্যান্ডবল, ঢাকা এবং আইডিয়াল হ্যান্ডবল গার্ডেন (চাঁপাইনবাবগঞ্জ)।
গ্রুপ বি- আনসার ও ভিডিপি, পুলিশ হ্যান্ডবল ক্লাব এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা।
আরও পড়ুন: কক্সবাজারে ‘প্রথম আন্তর্জাতিক বীচ র্যাপিড দাবা প্রতিযোগিতা-২৩’ শুরু শুক্রবার
নারী দল:
গ্রুপ এ- আনসার ও ভিডিপি, বদলগাছি হ্যান্ডবল অ্যাসোসিয়েশন এবং তেতুলিয়া উপজেলা কে.এস।
গ্রুপ বি- জামালপুর স্পোর্টস একাডেমি, পুলিশ হ্যান্ডবল ক্লাব ও হ্যান্ডবল ট্রেনিং সেন্টার, ঢাকা।
উদ্বোধনী দিনে (বুধবার) আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩: ঢাকায় চূড়ান্ত পর্ব শুরু আজ