দেশে ‘প্রথম আন্তর্জাতিক বীচ র্যাপিড দাবা প্রতিযোগিতা ২০২৩’ শুরু হচ্ছে কক্সবাজারের লাবণী সমুদ্র সৈকতে।
শুক্রবার দেশে প্রথমবারের মতো এই আন্তর্জাতিক দাবার আসরটি উদ্বোধন করা হবে।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত আসরে দুইজন গ্রান্ডমাষ্টারসহ প্রায় ১০০ জন জাতীয় পর্যায়ের দাবাড়ু অংশগ্রহণ করবেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দু’জন গ্রান্ডমাষ্টার হলেন- গ্রান্ডমাষ্টার জিয়াউর রহমান এবং গ্রান্ডমাষ্টার এনামুল হোসেন রাজিব।
এছাড়াও আন্তর্জাতিক মাষ্টার, ফিদে মাষ্টারসহ জাতীয় পর্যায়ের শীর্ষ র্যাংকিংয়ে থাকা খেলোয়াড়, তরুণ উদিয়মান দাবাড়ৃরাও এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
এ প্রতিযোগিতার লক্ষ্য হলো-কক্সবাজারসহ সারাদেশে, বিশেষ করে তরুণদের মধ্যে দাবা খেলাকে জনপ্রিয় করে তোলা।
আরও পড়ুন: শেখ রাসেল যুব র্যাপিড দাবা শুক্রবার থেকে শুরু
কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন। অন্যান্যদের মধ্যে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন উপস্থিত থাকবেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: শেখ রাসেল মেমোরিয়াল র্যাপিড দাবা টুর্নামেন্ট আয়োজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের