ঢাকা, ৩১ মে (ইউএনবি)- বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে ইনজুরি জেঁকে বসেছে বাংলাদেশ দলে। উরুর উপরের অংশের চোট থেকে মাত্রই সেরে ওঠা তামিম ইকবাল অনুশীলনে হঠাৎ করেই হাতে চোট পেয়েছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে নিজেকে ঝালিয়ে নিতে গিয়ে শুক্রবার ওভালের নেট সেশনে বাঁ হাতে নতুন করে চোট পান টাইগারদের এ সফলতম ব্যাটসম্যান।
চোটের ব্যাপারে বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ সাংবাদিকদের বলেন, ‘বল লাগার পরপরই নেট থেকে বেরিয়ে আসেন তামিম। কিন্ত এখনই কিছু বলা যাচ্ছে না। স্ক্যান করার পরই আমরা নিশ্চিত হব।’
প্রায় এক ঘণ্টা পর দলের ম্যানেজার খালেদ মাহমুদ সাংবাদিকদের জানান, তামিম ভালো আছেন। তবে পূর্ব সতর্কতা হিসেবে টিম ম্যানেজমেন্ট তার হাত স্ক্যান করাতে চায়। ‘আমরা নিশ্চিত হতে চাই যে সে ভালো আছে।’
তামিমের এ নতুন চোটের সাথে আগে থেকেই ইনজুরিতে রয়েছেন মাশরাফি (হ্যামস্ট্রিং), মাহমুদুল্লাহ (কাঁধ), মুস্তাফিজ (গোড়ালি), সাকিব (পিঠ) ও সাইফউদ্দিন (পিঠ)।