সোমবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শেষ চারের প্লে-অফ ম্যাচের গুরুত্বপূর্ণ লড়াইয়ে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নামবে ঢাকা।
শনিবার সন্ধ্যায় খুলনা টাইগার্সের বিপক্ষে ইনিংসের ১১তম ওভারে হাতে আঘাত পান মাশরাফি। মেহেদি হাসানের করা ওভারে কাভারে ফিল্ডিং করার সময় রাইলি রুশোর ব্যাটে লেগে ওঠা ক্যাচ ঝাঁপিয়ে তালুবন্দী করতে চেয়েছিলেন মাশরাফি। কিন্তু ক্যাচটি ধরতে না পারলেও বাঁ হাতের তালুতে মারাত্মকভাবে আঘাত পান তিনি।
বলের আঘাতে বাম হাতের অনেকখানি কেটে যাওয়ায় ওই সময়ই মাঠ ছেড়ে চলে যেতে হয়েছিল প্লাটুন অধিনায়ককে। পরে দলের ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে মাশরাফির হাতে ১৪টি সেলাই দেয়া হয়েছে।
এদিকে, বাঁ হাতে ১৪টি সেলাই থাকার পরও বিপিএল আসরের পরের ম্যাচে সোমবার খেলার কথা জানিয়েছেন মাশরাফি।
ঢাকা প্লাটুন দলের ম্যানেজার আহসানুল্লাহ হাসান জানান, ‘আমরা এখনো বুঝতে পারছি না কী করা উচিত। তবে, মাশরাফি এ ম্যাচে খেলতে চান। মাশরাফি একজন লড়াকু খেলোয়াড়, আমরা এখন তার ফাইনাল মতামতের অপেক্ষায় আছি।’
বিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত ৭ দশমিক ৫৬ ইকনমি রেটে ১২ ম্যাচে আটটি উইকেট নিয়েছেন মাশরাফি।