শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচ হারায় এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরেছে স্বাগতিক বাংলাদেশ।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেনের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে টাইগাররা। নাজমুল হোসেন শান্ত ৪০ রান ও আফিফ হোসেন ২০ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে ফখর জামানের সপ্তম টি-টোয়েন্টি ফিফটি পাকিস্তানকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। ফখর জামানের অপরাজিত ৫৭ রানে ভর করে ১১ বল বাকি থাকতেই আট উইকেটে জয় নিশ্চিত করে বাবর আজমের দল।
৫১ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন ফখর এবং ম্যাচ সেরা প্লেয়ারও হন তিনি। এছাড়া মোহাম্মদ রিজওয়ান করেন ৩৯ রান।
বাংলাদেশের হয়ে একটি করে উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান ও আমিনুল ইসলাম।
এ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ সোমবার দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে।
আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে ১০৮ রানে থামল বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট করছে বাংলাদেশ
৩ বছর আগে
পাকিস্তানকে ১২৮ রানের টার্গেট দিল বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১২৭ রান সংগ্রহ করেছে স্বাগতিক বাংলাদেশ। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে সাত উইকেট হারিয়ে এই রান তুলতে সক্ষম হয় মাহমুদউল্লাহর দল।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন আফিফ হোসেন। ৩৪ বল খেলে দুইটি করে চার ও ছয় মেরে তিনি এ রান করেন। এছাড়া মেহেদী হাসান ৩০ ও নুরুল হাসান ২৮ রান করেন।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন হাসান আলী। চার ওভার করে ২২ রান দিয়ে এ উইকেট শিকার করেন তিনি। এছাড়া মোহাম্মদ ওয়াসিম দুইটি এবং মোহাম্মদ নওয়াজ ও সাদাব খান একটি করে উইকেট নেন।
আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ
লাইভ স্ট্রিমিং: বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১
৩ বছর আগে
বঙ্গবন্ধু টি২০ কাপ: শিরোপার দিকে নজর খুলনা ও চট্টগ্রামের
বঙ্গবন্ধু টি২০ কাপের ফাইনালে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম।
৩ বছর আগে
শ্রীলঙ্কা সফর: দক্ষতা প্রশিক্ষণ ক্যাম্পে ডাক পেলেন ২৭ ক্রিকেটার
শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তাবিত তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য রবিবার থেকে শুরু হতে যাওয়া দক্ষতা প্রশিক্ষণ ক্যাম্পের জন্য শনিবার সন্ধ্যায় ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৪ বছর আগে
করোনাভাইরাস: অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট স্থগিত করল বিসিবি
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশের সব ধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৪ বছর আগে
হাতে ১৪ সেলাই নিয়েও প্লে-অফ খেলতে চান মাশরাফি
বাম হাতের ১৪ সেলাই নিয়েও খেলতে চান ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মরতুজা।
৪ বছর আগে
বিপিএলে জয়ের ধারা অব্যাহত রেখেছে রয়্যালস
চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে শনিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ওয়ারিয়র্সকে ১৫ রানে পরাজিত করে জয়ের ধারা অব্যাহত রেখেছে রাজশাহী রয়্যালস।
৪ বছর আগে