হ্যামিল্টনে শুক্রবার দ্বিতীয় দিন শেষে কিউই ব্যাটসম্যানরা ২১৭ রানে এগিয়ে রয়েছে। হাতে রয়েছে আরও ৬ উইকেট।
জিত রাভাল ও টম ল্যাথাম সেঞ্চুরি তুলে নিয়েছেন। বাংলাদেশের প্রথম ইনিংসের ২৩৪ রানের জবাবে নিউজিল্যান্ড স্কোরবোর্ডে জমা করেছে ৪ উইকেট হারিয়ে ৪৫১ রান। কেন উইলিয়ামসন ৯৩ এবং ওয়েগনার ১ রানে অপরাজিত আছেন।
এর আগে প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে বিনা উইকেটে ৮৬ রান যোগ করে মাঠ ছেড়েছিলেন দুই ব্যাটসম্যান জিত রাভাল ও ল্যাথাম।
দ্বিতীয় দিনেও দুজনে দারুণ শুরু করেন। তাদের ওপেনিং জুটিতেই আসে ২৫৪ রান। নিয়মিত বোলাররা যখন তাদের জুটি ভাঙতে ব্যর্থ তখনই দায়িত্ব কাঁধে তুলে নেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং দলের জন্য প্রয়োজনীয় ব্রেকথ্রু এনে দেন। রাভাল ব্যক্তিগত ১৩২ রানে রিয়াদের বলে সাজঘরে ফেরেন।
তবে রাভালের উইকেটটিই বাংলাদেশের জন্য যথেষ্ট ছিল না। দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক উইলিয়ামসন ও ল্যাথাম সংগ্রহ করেন ৭৯ রান। ল্যাথামকে ব্যক্তিগত ১৬১ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন আরেক পার্টটাইম বোলার সৌম্য সরকার।
এর আগে প্রথম দিনে নিউজিল্যান্ডের ইনিংসের শুরুর দিকে ল্যাথাম তার নামের পাশে কোনো রান যোগ করার আগেই স্লিপে ক্যাচ দিয়েছিলেন। তবে তা ধরতে ব্যর্থ হন সৌম্য।
এদিকে রস টেইলরকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন সৌম্য সরকার। টেইলরই একমাত্র ব্যাটসম্যান যিনি পঞ্চাশোর্ধ রান করতে ব্যর্থ হয়েছেন।
পুরো ম্যাচে যার ওপর অধিনায়কের আস্থা বেশি ছিল সেই মেহেদী হাসান মিরাজ দিনের শেষে এসে সফলতার মুখ দেখেন। হেনরি নিকোলসকে ব্যক্তিগত ৫৩ রানে বোল্ড করেন তিনি।
বাংলাদেশের ইনিংসে সবচেয়ে বেশি ওভার বল করেছেন মিরাজ।