কিশোর বয়স থেকে লা মাসিয়ায় একসঙ্গে বেড়ে উঠে বার্সেলোনার জার্সিতে এক যুগেরও বেশি সময় ধরে মাঠে আলো ছড়িয়েছেন লিওনেল মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তা। ‘লিটল ম্যাজিশিয়ানের’ বিদায়বেলায় তাই সাবেক সতীর্থ ও বন্ধু ইনিয়েস্তাকে নিয়ে অনুভূতি প্রকাশ করতে ভুললেন না ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় মেসি।
পূর্বপরিকল্পনা অনুযায়ী নিজের বিখ্যাত আট নম্বর জার্সির সঙ্গে মিলিয়ে মঙ্গলবার অর্থাৎ, অক্টোবরের ৮ তারিখে ফুটবলের খেলোয়াড়ি জীবন ছাড়ার ঘোষণা দিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা।
মঙ্গলবার শ’ পাঁচেক অতিথির সামনে সংবাদ সম্মেলন করে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দেন তিনি।
কান্নাভেজা চোখে এ সময় ইনিয়েস্তা বলেন, ‘এই দিনটির কথা আমি কখনোই ভাবিনি, কখোনো নয়। চোখে যে পানি ঝরেছে, তা ছিল আনন্দের, গর্বের।’
‘ফুটবল ক্যারিয়ারে যেসব সতীর্থকে পাশে পেয়েছি, তাদের জন্য আমি গর্বিত।’
কোনো এক সময়ে বার্সেলোনার কোনো দায়িত্বে তিনি ফিরতে চান বলেও জানান এ সময়।
‘আমি মনে করি, যাদের মাঠে প্রচুর অভিজ্ঞতা হয়েছে, যারা দলকে প্রভাবিত করতে পারে, তাদের ক্লাবের (বার্সেলোনা) সঙ্গে থাকা উচিৎ, ক্লাবের জন্য কিছু করা উচিৎ।’
আরও পড়ুন: এবার ‘লিটল ম্যাজিশিয়ান’ ইনিয়েস্তার বিদায়
কাতালুনিয়ায় ইনিয়েস্তা যখন সাবেক সতীর্থ, কোচ ও বর্তমান খেলোয়াড়দের মাঝ থেকে বিদায় নিচ্ছেন, সে সময় যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা দলের সঙ্গে আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছেন লিওনেল মেসি।
তবে ব্যস্ততার মাঝেও ইনিয়েস্তাকে নিয়ে স্মৃতিচারণ করতে ভোলেননি তিনি। ইনস্টাগ্রামে ইনিয়েস্তার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে মেসি লেখেন, ‘সতীর্থদের মধ্যে সবচেয়ে বেশি জাদু যার (পায়ে) ছিল; যার সঙ্গে ফুটবল আমি সবচেয়ে বেশি উপভোগ করেছি।’
‘আন্দ্রেস, বল তোমাকে মিস করবে, যেমনটি মিস করব আমরা। আমার শুভকামনা সবসময় তোমার সঙ্গে থাকবে।’
লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদোদের যুগে ফুটবলে আবির্ভুত হয়ে গাদা গাদা গোল না করেও ফুটবল বিশ্বের বিরল সম্মান ও সমীহ অর্জন করেন ইনিয়েস্তা।
মাত্র ১২ বছর বয়সে বার্সেলোনার লা মাসিয়া অ্যাকাডেমিতে যোগ দেওয়ার পর ২০০২ সালের ২৯ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে ১৮ বছর বয়সে ব্লাউগ্রানাদের জার্সিতে পেশাদার ফুটবলে অভিষেক হয় ইনিয়েস্তার। এরপর কাতালান জায়ান্টদের জার্সিতে বছরের পর বছর ধরে আলো ছড়িয়ে কিংবদন্তি হিসেবে বিদায় নেন তিনি।
লিওনেল মেসি ও শাভি এরনান্দেসের সঙ্গে বিখ্যাত ত্রয়ী গড়ে এক দশকের বেশি সময় ধরে ইউরোপীয় ফুটবলে আধিপত্য বিস্তার করেন ৪০ বছর বয়সী এই মিডফিল্ডার। এই সময়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ, সাতটি লা লিগাসহ আরও অনেক শিরোপা ঘরে তোলে তারা।