অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের সমুদ্র তীর থেকে ৩৮০টি পাখনাওয়ালা তিমির মৃতদের সরিয়েছে কর্তৃপক্ষ।
এছাড়া, বৃহস্পতিবার উদ্ধাকারী দল আরও ৭০টি জীবিত তিমি উদ্ধার করেছে।
তাসমানিয়া পার্ক অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস ম্যানেজার নিক ডেকা জানান, বুধবার দিনের শেষ দিকে উদ্ধারকারী তিমির সংখ্যা ৫০টি হিসাব করা হয়। পরে উদ্ধাকারী কর্মীদের সাথে কথা বলে আরও ২০টির হিসাব পাওয়া যায়।
মেরিন কনজারভেশন প্রোগ্রামের ক্রিস কার্লিয়ন বলেন, বৃহস্পতিবার আরও ২০টি তিমিকে বাঁচানো সম্ভব হবে।
সোম ও বুধবার স্ট্রহান শহরের নিকটবর্তী তীরে আনুমানিক ৪৭০টি তিমির সন্ধান পাওয়া যায়।
নিক ডেকা বলেন, ‘আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। এখনও বেশ কিছু তিমি পানিতে জীবিত অবস্থায় আছে। আশা করছি সেগুলোকেও আমরা রক্ষা করতে পারব।’
তাসমানিয়া অস্ট্রেলিয়ার ছয়টি অঙ্গ রাজ্যের একটি। এটা অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
এর আগে ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ ৩২০টি তিমি মারা গিয়েছিল।