বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
শনিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এদিন মধ্যরাত থেকে রবিবার সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এতে আরও বলা হয়, রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সীতাকুণ্ডে ৩১ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: ‘ঝুঁকিপূর্ণ’ বাতাস নিয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা