রবিবার দুপুরে শহরের নান্দিকাঠি বাইপাস এলাকায় নিজের বাসভবনের সামনে সারিবদ্ধ করে তাদের মাঝে নগদ আড়াই লাখ টাকা বিতরণ করেন তিনি।
করোনাভাইসের সংক্রমণ মোকাবিলায় কর্মহীন বিভিন্ন শ্রেণির মানুষের হাতে এ অর্থ সহায়তা তুলে দেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
নগদ অর্থ সহায়তা পাওয়া নান্দিকাঠি বাইপাস এলাকার এক বৃদ্ধ ব্যক্তি বলেন, ‘আমি দিনমজুরের কাজ করতাম। করোনায় কাজ বন্ধ হয়ে গেছে। অনেক দিন অসুবিধার মধ্যে ছিলাম। নান্না ভাইয়ের দেয়া নগদ টাকা দিয়ে রোজার বাজার করে বাড়িতে নিয়ে যাবো।’
প্রবাসী নুরুজ্জামান বলেন, ‘আমি দুমাস আগে দেশে এসেছি। বর্তমানে বাড়িতে অবস্থান করার সময় করোনায় কর্মহীন মানুষের দুরবস্থা দেখে তালিকা করে গরিব মানুষকে ৫০০ থেকে তিন হাজার পর্যন্ত ২৫০ জনকে নগদ অর্থ সহায়তা দিয়েছি। যাতে এ টাকা দিয়ে তারা প্রয়োজন অনুযায়ী বাজার করতে পারে।’