শুক্রবার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে আয়োজিত অনাড়ম্বর এ অনুষ্ঠানে জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বলেন ‘আমরা মহান আল্লাহর প্রতি হাজারও শুকরিয়া জানাই আমাদের তার হাবিবের উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণের জন্য।’
তিনি মহানবীর জীবন ও গুণের ওপর আলোচনা করেন এবং নবীর আদর্শে জীবন গড়ার ও কাজ করার প্রত্যয় ও আশা ব্যক্ত করেন।
পরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে দোয়া-দরুদ পাঠ এবং মোনাজাত করা হয়।
মোনাজাতে নবীজি ও তার পরিবার, সকল নবী-রাসুল, চার খলিফা, সাহাবায়ে ইকরাম, তাবে-তাবেইন, গাউস-কুতুব, অলি-আউলিয়া এবং সমগ্র বিশ্বের মুসলমান যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া করা হয়।
এছাড়া, বাংলাদেশের উন্নয়ন এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদের মাগফিরাত, বিশ্ব শান্তি কামনা এবং করোনা মহামারি থেকে বাংলাদেশসহ বিশ্বের সকল মানুষকে রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।
এ সময় দূতাবাসের কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।