শনিবার চাঁদপুর প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় এলিট চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।
দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত স্বেচ্ছাসেবী সংস্থাটির প্রায় ৪৭টি ইউনিটের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবীদের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
সংস্থার চেয়ারম্যান বিএম হারুনুর রশিদের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপক মু. শহীদ উল্যাহ বাবরের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চাঁদপুর সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগী প্রধান শওকত ইকবাল ফারুকী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. কামরুল হাসান, সমাজসেবক লায়ন মাহমুদ হাসান খান, সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিক, আশিক বিন রহীম প্রমুখ।
২০১৭ সালে চাঁদপুর সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের এক ঝাঁক তরুণ শিক্ষার্থীকে নিয়ে যাত্র শুরু করে অনুসন্ধানী রক্তদান সংস্থা বাংলাদেশ। প্রতিষ্ঠার পর মাত্র দুই বছরে দেশের বিভিন্ন প্রান্তে ২,৯৯০ ব্যাগ রক্তদানে সক্ষম হয়েছে এ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি।