অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) কার্যক্রমের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, ‘অবৈধ ভিওআইপি কার্যক্রম কোনোভাবেই চলতে দেওয়া হবে না। বিটিআরসির উদ্যোগে এনটিএমসি ও র্যাবের সহযোগিতায় অভিযান চলছে ও চলবে। কোনো মোবাইল অপারেটর কিংবা তাদের পরিবেশকরাও যদি এ অপরাধের সঙ্গে যোগসাজস করে থাকে তাদেরও ছাড় দেওয়া হবে না।’
রবিবার গাজীপুরের টঙ্গিতে জব্দ করা ভিওআইপি কাজে ব্যবহৃত সাড়ে ১১ হাজার অবৈধ সিমসহ বিপুল যন্ত্রপাতি পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।