বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০১৯-২০ অর্থবছরের ১০ জুন পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করতে প্রকল্প পরিচালকরা প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।
সভায় আইসিটি বিভাগের চলতি অর্থবছরের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের সর্বশেষ অগ্রগতি সভায় তুলে ধরেন।
এ সময় প্রকল্প পরিচালকরা চলমান প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরসহ বিভাগের অধীন বিভিন্ন সংস্থার প্রধান এবং বিভিন্ন প্রকল্প পরিচালকরা অনলাইনে যুক্ত হন।
উল্লেখ্য, চলতি অর্থবছরে আইসিটি বিভাগের অধীন মোট ৩১টি চলমান প্রকল্পের জন্য সংশোধিত এডিপিতে বরাদ্দ রয়েছে ৯৯৬ কোটি টাকা। ১০ জুন পর্যন্ত প্রকল্পগুলোর কাজের বাস্তব অগ্রগতি ৭৪ দশমিক ০৬ শতাংশ বলে সভায় জানানো হয়।