গণহত্যার মামলায় সাবেক দুই মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) হাজির করা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তাদের আদালতে হাজির করা হয় বলে প্রসিকিউশন সূত্রে জানা গেছে।
গত ২ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের বুধবার আদালতে হাজির করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
আরও পড়ুন: ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে গ্রেপ্তারে আইজিপিকে আইসিটির প্রধান কৌঁসুলির চিঠি
জানা গেছে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় এই দুজনকে গ্রেপ্তার দেখানো হবে।
গত ১৮ নভেম্বর ঢাকার উত্তরার একটি বাসা থেকে কামরুলকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের (৪৫) মৃত্যুর ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গত ৬ নভেম্বর পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ আমুকে গ্রেপ্তার করে। একই মামলায় তাকেও আসামি করা হয়েছে।
আরও পড়ুন: সাবেক আইজিপি মামুনসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ আইসিটির