ঢাকা, ১১ জুলাই (ইউএনবি)- জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে সচেতনতা বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হচ্ছে।
জনসংখ্যা ইস্যুতে গুরুত্ব প্রদানের লক্ষ্যে ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত নেয় ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির গভর্নিং কাউন্সিল।
দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- 'জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর: প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন।'
দেশব্যাপী সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি আয়োজন করেছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।