অর্ধেক যাত্রী নিয়ে আন্তঃজেলা গণপরিবহন সেবা পুনরায় চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে যাত্রীরা। দেশে করোনা মহামারি পরিস্থিতি অবনতির দিকে যাওয়ার কারণে গণপরিবহন ৫৯ দিন বন্ধ থাকার পর এই সিদ্ধান্ত গৃহীত হয়।
গপরিবহন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট শ্রমিক মালিকের মুখে হাসি ফুটিয়েছে এই সিদ্ধান্ত। কেননা গেলো দু মাস তারা প্রায় বেকার সময় কাটিয়েছে এবং অনেকেই তাদের চাকরিও হারিয়েছে।
ট্রেন সেবা
দুই মাস পর ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে স্বাস্থ্যসুরক্ষা মেনে ২৮টি আন্তজেলা ট্রেন পুনরায় চালু হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষ।
করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে গত ৫ এপ্রিল থেকে জনগণের চলাচলের ওপর সরকারি নিষেধাজ্ঞা আরোপের পর থেকে রেল সেবা বন্ধ ছিল।
গত রবিবার রেল মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সামাজিক দূরত্ব নিশ্চিতে অর্ধেক সিট খালি রাখার নির্দেশ দেয় কতৃপক্ষ।
আরও পড়ুন: ২৯ মে সৌদি আরবে বিমান ফ্লাইট শুরু
সংশ্লিষ্ট সকল এবং যাত্রীদের করোনা ঝুঁকি এড়াতে মাস্ক ব্যবহারের নির্দেশ দিয়েছে কতৃপক্ষ। বর্তমানে যাত্রীরা শুধু অনলাইনে টিকেট ক্রয় করতে পারবেন।
ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-নোয়াখালি, ঢাকা-সিলেট, ঢাকা-রাজশাহী, ঢাকা-খুলনা, ঢাকা-রংপুর, ঢাকা- লালমনিরহাটের বিভিন্ন রুটে ২৮ টি টেন চলাচল করবে।
বাস সেবা
সরকারি নির্দেশনা মেনে ৫০ শতাংশ সিট খালি রেখে রবিবার রাত থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়।
ডিএমপির যুগ্ম কমিশনার(ট্রাফিক) আবু রায়হান মোহাম্মদ সালেহ বলেন,‘সরকারের পক্ষ থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে দূরপাল্লার বাস চলাচলের ঘোষণা আসার পর রবিবার রাতে দূরপাল্লার বাসগুলো পুনরায় চালু হয়েছে।"
এর আগে ৬ মে হতে সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতি দেয় সরকার।
আরও পড়ুন: এবার ‘লকডাউন’ বাড়লো ৩০ মে পর্যন্ত
লঞ্চ সেবা
করোনা সংক্রমক এড়াতে সরকারের জারিকৃত লকডাউনের প্রায় দু’মাস পর পুনরায় চালু হয়েছে লঞ্চ সেবা।
বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক বলেন, চাঁদপুরগামী লঞ্চ চলাচলের মধ্য দিয়ে সকাল ৬ টায় লঞ্চ সেবা পুনরায় চালু করা হয়েছে। এছাড়া অন্যান্য রুটেও লঞ্চ চলাচল পুনরায় চালু হয়েছে।
করোনা পরিস্থিতি
শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরো ২৮ জনের মৃত্যু এবং আরো ১,৩৫৪ জনের করোনা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে কতৃপক্ষ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপতিতে বলা হয় রোববার সংক্রমণের হার ৮.৪১ শতাংশ থেকে ৮.৯০ শতাংশ হয়েছে এবং মৃত্যু হার ১.৫৭ শতাংশে স্থির রয়েছে।