করোনা সংক্রমণ রোধে নতুন দু’টি নির্দেশনা দিয়ে চলমান লকডাউন বা বিধিনিষেধ আরেকদফা বাড়িয়ে ৩০ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
রবিবার সপ্তাহের শুরুর দিনি মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রকাশিত একটি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
আরও পড়ুন: করোনায় একদিনে আরও ৩৮ প্রাণহানি, শনাক্ত ৮.৪১ শতাংশ
এর আগে ১৬ মে সরকার দেশব্যাপী লকডাউন ২৩ মে পর্যন্ত বাড়িয়েছিল।
প্রজ্ঞাপনে বলা হয়, সোমাবার থেকে স্বাস্থ্যবিধি মেনে পরিবহন ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার বাস চলাচল করতে পারবে।
এছাড়া খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁতে স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা ও রেস্টুরেন্টে বসেই খাবার খাওয়া যাবে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘ইয়াস’মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে তিনগুণ আশ্রয়কেন্দ্র প্রস্তুত: ত্রাণ প্রতিমন্ত্রী
চলতি বছর প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। সেটি পরে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। পরে আবার তা ৫ মে পর্যন্ত বাড়ানো হয়, এরপর আবাও বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়।