জামালপুর, ০৬ এপ্রিল (ইউএনবি)- সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
শনিবার জামালপুরের দেওয়ানগঞ্জে নৌ থানা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘যতদূর জানি, তার প্যারোলে মুক্তির ব্যাপারে আমাদের কাছে কোনো আবেদন আসেনি।’
প্রসঙ্গত, কারাবন্দী আসামিকে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য দেয়া মুক্তিকে প্যারোলে মুক্তি বলা হয়ে থাকে।
দুর্নীতির একটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে এক বছরের বেশি সময় ধরে পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
‘কেউই আইনের ঊর্ধ্বে নয়’ জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, যে অপরাধ করবে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউএনবিকে বলেন, তারা এ ব্যাপারে দলীয় ফোরামে আলোচনা করবেন।
‘প্যারোল আবেদনের ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে’, যোগ করেন তিনি।