আমদানি করা কাঁচামাল ও কৃষি উপকরণের জন্য দায় পরিশোধের সময়সীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিন করেছে বাংলাদেশ ব্যাংক।
ডলার সংরক্ষণ ও সরবরাহ চেইন বজায় রাখতে সোমবার (২০ জানুয়ারি) একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, ধারাবাহিকভাবে আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সারসহ শিল্পের কাঁচামাল আমদানিতে বিলম্বিত ঋণ পরিশোধের সীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিন করা হয়েছে।
ফলে চলমান ডলার সংকটকালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে আমদানি বিলম্বিত অর্থ পরিশোধের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ডিসেম্বর পর্যন্ত এ নিয়ম বহাল থাকবে।
আরও পড়ুন: ব্যাংক শেয়ারের মালিকানা হস্তান্তরে বাংলাদেশ ব্যাংকে ক্ষমতা দিতে হচ্ছে নতুন আইন
তবে রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের আওতায় আমদানির ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে, কেন্দ্রীয় ব্যাংক গত বছরের ৩০ জুন একটি সার্কুলার জারি করেছে। তাতে এই আমদানির জন্য বিলম্বিত পরিশোধের সীমা বাড়িয়ে ৩৬০ দিন করেছিল। ওই সিদ্ধান্তের মেয়াদ গত বছরের ৩১ ডিসেম্বর শেষ হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, গ্রাহক নির্দিষ্ট সময়ের বেশি বৈদেশিক মুদ্রার দায় পরিশোধের সময়সীমা বাড়াতে পারবেন না।
খাতসংশ্লিষ্টরা মনে করছেন, আমদানি পরিশোধের সময়সীমা বাড়ানো হলে বৈদেশিক মুদ্রার বাজারে স্বস্তি মিলবে।
আরও পড়ুন: শেষ কার্যদিবসের প্রথম ঘণ্টায় দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির