ঈদুল ফিতরের ছুটিতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান।
বুধবার (৩ এপ্রিল) ডিএমপি সদর দপ্তরে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা শেষে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, 'কাউন্টার ছাড়া অন্য কোথাও টিকিট বিক্রি করা হলে বিক্রেতাদের আইনের আওতায় আনা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: দেশে সড়ক দুর্ঘটনার অর্ধেকের বেশি মোটরসাইকেলে হয়: ডিএমপি কমিশনার
তিনি বলেন, 'লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালাতে পারবে না এবং ঈদযাত্রা দুর্ঘটনামুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এ বিষয়ে ব্যবস্থা নেবেন।’
কমিশনার আরও বলেন, ‘নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমি আমাদের ট্রাফিক ও ক্রাইম ডিসিদের অনুরোধ করব জেলার সীমান্তবর্তী ইউনিটগুলোর সঙ্গে যোগাযোগ করার জন্য, যাতে সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করা যায়।’
তিনি আরও জানান, ফিটনেসবিহীন কোনো যানবাহন রাস্তায় চলাচল করবে না। এ ব্যাপারে পরিবহন মালিকরা একমত হয়েছেন।
আরও পড়ুন: ঈদযাত্রা: পোশাক কারখানায় ৮ দিনের ছুটির আহ্বান জাতীয় কমিটির
এছাড়া ফিটনেসবিহীন কোনো যানবাহন যাতে নগরীতে প্রবেশ করতে না পারে সেজন্য প্রবেশপথগুলোতে পুলিশ সতর্ক থাকবে বলেও জানান কমিশনার।