জনগণের সর্বোচ্চ সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়ে পুলিশ সদরদপ্তর ইতোমধ্যে পুলিশ সব ইউনিট প্রধানদের কাছে চিঠি পাঠিয়েছে।
নির্দেশনা পাওয়ার পরে, বাংলাদেশ পুলিশের সব ইউনিট ইতোমধ্যে জেলা, থানা ও মহানগর এলাকার সংশ্লিষ্ট ইউনিটের আওতাধীন নির্দিষ্ট পয়েন্টে চেকপোস্ট স্থাপন ও তদারকি কার্যক্রম বৃদ্ধিসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
যোগাযোগ করা হলে পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) (মিডিয়া) মো. সোহেল রানা বলেন, ‘জঙ্গিবাদ পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তবুও আমরা দেশের ও জনগণের সর্বোচ্চ সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে কোনো ধরনের কমতি চাই না।’
তিনি আরও বলেন, ‘অতীতে উৎসবকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। তাই নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ও এর অংশ হিসাবে সংশ্লিষ্ট সব ইউনিটকে উৎসব এবং গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠানের আগে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার নির্দেশনা দেয়া হয়েছে।’
আসন্ন ঈদুল আজহা ও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আগে পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দিয়েছে পুলিশ সদরদপ্তর।
এবারও ঈদের আগে সকলকে এ নির্দেশনা দেয়া হয়েছে, যোগ করেন এআইজি (মিডিয়া)।