কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৩ অগ্নিকাণ্ডে অগ্নিনির্বাপণ ইউনিটকে উদ্ধার কার্যক্রমে সহায়তা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (১ জুন) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩ এর ব্লক নং/১/১ ও ডি/২ এর ব্লকে দুপুর ১টার দিকে লাগা অগ্নিকাণ্ডে অন্তত ২০০ ঝুপড়ি পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) আওতাধীন বালুখালী বিওপি ও পালংখালী বিওপির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। বিজিবি সদস্যরা সেখানে অগ্নিনির্বাপণ ও উদ্ধার তৎপরতায় সহায়তাসহ পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করেন।
পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের সহায়তায় এবং বিজিবি সদস্যদের প্রচেষ্টায় দুপুর ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন কক্সবাজার বিজিবি রিজিয়ন হেডকোয়ার্টার্সের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।