আগামী রবিবার সকাল ১১টায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে (পারফরম্যান্স টেস্ট) মেট্রোরেল চলাচল করবে।
বৃহস্পতিবার ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্হাপনা পরিচলক এম এন সিদ্দিক ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন ।
তিনি বলেন, গত ২৯ আগস্ট প্রথমবারের মতো ছয়টি বগি নিয়ে দিয়াবাড়ি ডিপো থেকে মিরপুর ১২ নম্বর স্টেশন পর্যন্ত পরীক্ষামূলক চলে মেট্রোরেল। এরপর থেকে নিয়মিতই পরীক্ষামূলক যাত্রা চলছে। এখন আগারগাঁও পর্যন্ত ।
তিনি আরও বলেন, মেট্রোরেলের এ অংশে যাত্রী পরিবহন করবে ২০২২ সালের ডিসেম্বরে।
আরও পড়ুন: কেমন হবে আমাদের মেট্রোরেল?
মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা শুরু