বৃহস্পতিবার প্রয়োজনীয় তথ্য চেয়ে সরকারের ৯টি সংস্থাকে চিঠি পাঠিয়েছে কমিশন। গত সপ্তাহে বনানীর ওই ভবনে অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত হন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য ইউএনবিকে জানান, তিন কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় তথ্য দিতে সংস্থাগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।
সরকারি সংস্থাগুলো হলো- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, দুই সিটি করপোরেশন, ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড ও ঢাকা ওয়াসা।
বিল্ডিং কোড ভঙ্গ করে এফআর টাওয়ারের বর্ধিত ৫তলা নির্মাণের সাথে কারা জড়িত তাদের খুঁজে বের করতে বুধবার দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিককে দায়িত্ব দেয় কমিশন।
প্রণব কুমার জানান, এফআর টাওয়ারের মলিক এসএমএইচআই ফারুক হোসেন, লিয়াকত আলী খান মুকুল ও তাসভীর উল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ পেয়ে তদন্তে নামার উদ্যোগ নিয়েছে দুদক।
ফারুক ভূমির মালিক, অন্যদিকে লিয়াকত আলী রূপায়ন গ্রুপের চেয়ারম্যান এবং তাসভীর কাসেম ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও এমডি।
অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ফারুক ও তাসভীরকে গ্রেপ্তার করা হয়েছে।