শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের বলেন, ‘এবছর কোনো জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।’
এর আগে করোনাভাইরাস পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়।
তবে দেশব্যাপী কওমি মাদরাসা নতুন ছুটির এ সিদ্ধান্তের বাইরে থাকবে।
এর আগে গত মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, এবছর ৫ম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা নেয়া হবে না।
তিনি ইউএনবিকে বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যে আমরা শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। তাই এবছর সমাপনী-ইবতেদায়ি পরীক্ষা বাতিল করতে প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠানো হয়। প্রধানমন্ত্রী এতে সম্মতি দিয়েছেন। সেটি আমাদের হাতে এসেছে।’
‘এবছর কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের ক্লাস মূল্যায়নের মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণিতে উন্নীত করা হবে। তবে স্কুল খোলা সম্ভব হলে পঞ্চম শ্রেণি ছাড়া অন্যান্য ক্লাসের পরীক্ষাগুলো নেয়া হবে,’ যোগ করেন তিনি।
চলতি বছর ১৭ নভেম্বর পঞ্চম শ্রেণির সমাপনী-ইবতেদায়ি পরীক্ষা হওয়ার কথা ছিল। এবার সারাদেশে প্রায় ৩০ লাখ শিক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।
করোনার বিস্তার ঠেকাতে গত ১৬ মার্চ সরকার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরে ২৯ জুলাই ছুটি বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়।
এদিকে বৃহস্পতিবার দেশে করোনাভাইরাসে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪১২৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪৩৬ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জনে।