জেএসসি
এখন থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না
জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ অনুযায়ী পাবলিক বা বোর্ড পরীক্ষা গ্রহণের ব্যবস্থা না থাকায় ২০২২ ও ২০২৩ সেশনের জেএসসি ও জেডিসি পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব আক্তার উন্নিসা শিউলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা হচ্ছে না: শিক্ষামন্ত্রী
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা-২০২১ এর সঙ্গে সামঞ্জস্য রেখে জেএসসি ও জেডিসি বা বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য কোন বিধান রাখা হয়নি। তাই পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত (জেএসসি ও জেডিসি) বিবেচনা করা যেতে পারে।’
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না: শিক্ষামন্ত্রী
এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষাও হচ্ছে না: মন্ত্রী
১ বছর আগে
চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা হচ্ছে না: শিক্ষামন্ত্রী
চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের শ্রেণি মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। তবে তারা শিক্ষা বোর্ড থেকে সনদ পাবে।
রবিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: কোরালের প্রজনন গবেষণা সুনীল অর্থনীতিতে অবদান রাখবে: শিক্ষামন্ত্রী
ডা. দীপু মনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ঘোষণা আসবে।
এদিকে, গত মার্চে ঘোষণা আসার কথা থাকলে এরপর মে মাসে বলা হয়। অবশেষে জুন মাসের শুরুতে এসে এমপিওভুক্তির ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী।
২ বছর আগে
চলতি বছরের জেএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত এখনও হয়নি: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, চলতি বছরের জেএসসি পরীক্ষার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও এক থেকে দেড় মাস সময় লাগবে।
মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের অনেকগুলো লজিস্টিকস দেখতে হবে। এ বছরের এসএসসি জুন মাসে হওয়ার কথা, এইচএসসি আগস্ট মাসে হওয়ার কথা। আমাদের কাছে যা মনে হচ্ছে এইচএসসি আগস্টে হলে জেএসসি-জেডিসি হওয়াটা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে।’
আরও পড়ুন: ২০২৩ সালের এসএসসি এপ্রিলে, এইচএসসি জুনে
কারণ, বোর্ডগুলো এই এইচএসসি নিয়ে এবং ফলাফল প্রকাশসহ সব কিছু নিয়ে ব্যস্ত থাকবে। আবার যখন জেএসসি হবে তাহলে আবার কিছুদিন কিন্তু তারা ক্লাশ করার সুযোগ পাবে না।
তিনি বলেন, ‘জেএসসি-জেডিসি নিয়ে আমরা এখন পর্যন্ত সিদ্ধান্ত নেই নি। আমরা আরও কিছুদিন দেখি, তারপরে আমরা জানিয়ে দেবো। সামনে এসএসসি- এইএইচএসসি পরীক্ষা আছে। সেগুলোতে আমাদের লজিস্টিকসগুলো দেখে আমাদের কাছে যদি মনে হয় নিতে পারবো তাহলে আমরা নিবো।’
তিনি আরও বলেন, ‘কিন্তু এরজন্য আরও এক থেকে দেড় মাস দেখে তারপর সিদ্ধান্ত নিতে চাই। ঠিক এই মুহুর্তে সিদ্ধান্ত জানাচ্ছি না। অবশ্য শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা হবে। সেটার জন্য তো তাদের প্রস্তুতি থাকবেই। তবে এটাও ঠিক দু বছর হয় নি এ পরীক্ষাটা। আর ২০২৩ সাল থেকে এটা থাকছেও না।’
আরও পড়ুন: ধর্ম ও বিজ্ঞানের মধ্যে অসহিষ্ণু একটি পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে: শিক্ষামন্ত্রী
২ বছর আগে
পায়ে লিখে এইচএসসি পরীক্ষাতেও জিপি-৫ পেলেন তামান্না
অদম্য মেধাবী তামান্না আক্তার নূরা। এক পায়ে লিখে এইচএসসি পরীক্ষাতেও পেয়েছেন জিপি-৫। পিইসি, জেএসসি ও এসএসসিতেও জিপিএ-৫ পেয়েছিলেন তামান্না।
মেধাবী এই শিক্ষার্থীর এক পা-ই সম্বল। জন্ম থেকেই তার দুটি হাত ও একটি পা নেই। জীবন সংগ্রামে নিজেকে শানিত করতে নানান প্রতিবন্ধকতা মোকাবিলা করে একাডেমিক শিক্ষা জীবনের প্রতিটি স্তরে অর্জন করেছেন সর্বোচ্চ ফলাফল।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করলে তামান্নার কৃতিত্ব প্রকাশ পায়। তিনি যশোর শিক্ষা বোর্ডের অধীনে বাঁকড়া ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলেন। তামান্নার গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামে। তার বাবার নাম রওশন আলী। মায়ের নাম খাদিজা পারভীন শিল্পী। বাবা স্থানীয় ছোট পোদাউলিয়া দাখিল মাদরাসার (নন এমপিও) বিএসসির শিক্ষক। মা গৃহিণী। তিন সন্তানের মধ্যে তামান্না সবার বড়।
তামান্নার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হওয়ার। কিন্তু পরিবারের আর্থিক অনটনে সেটি এখন থেমে যাওয়ার উপক্রম। স্বপ্নকে বাঁচিয়ে রাখতে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠিও লিখেছেন তামান্না।
আরও পড়ুন: এইচএসসি ও সমমানে পাসের হার ৯৫.২৬ শতাংশ
এইচএসসি: এক নজরে কোন বোর্ডে পাসের হার কত
২ বছর আগে
এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না: শিক্ষামন্ত্রী
চলতি বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নেয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘সাময়িক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উন্নীত করা হবে।’
আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে মন্ত্রী এ কথা জানান।
আরও পড়ুন: প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের এ মুহূর্তে ক্লাসে নয়: শিক্ষামন্ত্রী
ডা. দীপু মনি বলেন, ‘এসএসসি এবং এইচএসসি পরীক্ষার বিষয়ে আমাদের সার্বিক প্রস্তুতি আছে। আশা করছি যে সময়ের রুটিন প্রকাশ করা হয়েছে সময়মতো সকল পরীক্ষা সম্পন্ন করা যাবে।’
তিনি বলেন, শুধু জিপিএ-৫ এর পেছনে না না ছুটে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন করতে হবে। প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। দেশ ও সমাজের জন্য নিজেদের গড়ে তুলতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য সবাইকে নিয়ে একযোগে কাজ করতে হবে।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানায় অনিয়ম দেখলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
মন্ত্রী বলেন, পরিমার্জিত শিক্ষাক্রমের পাইলটিং চলবে আগামী বছর অর্থাৎ ২০২২ সাল থেকে। এবং ২০২৩ সাল থেকে সেটি বাস্তবায়ন শুরু করা হবে। নতুন পাঠক্রমে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। সর্বস্তরে বাস্তবায়ন হবে ২০২৫ সাল থেকে।
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন। তিনি সবসময় শিক্ষার উন্নয়ন নিয়ে কাজ করেছেন। তার জন্মদিন স্মরণীয় করে রাখতে আমরা সারাদেশে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবো।
শিক্ষামন্ত্রী বলেন, আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। আমরা শিক্ষা পরিবার এ জন্মদিনকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থীদের মাধ্যমে সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থীরা গাছ লাগাবে, সেটির পরিচর্যা করবে। এর মাধ্যমে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রত্যয়ী হবে শিক্ষার্থীরা।
আরও পড়ুন: এসএসসি ও এইচএসসির সময়সূচি প্রকাশ
৩ বছর আগে
এবছর জেএসসি, জেডিসি পরীক্ষা নয়: মন্ত্রণালয়
করোনাভাইরাস মহামারির কারণে এবছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
৪ বছর আগে
জেএসসিতে ফেল করায় কিশোরীর আত্মহত্যা, কিশোরের আত্মহত্যা চেষ্টা
২০১৯ সালের জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মাগুরা জেলার মোহাম্মাদপুর উপজেলায় সুমাইয়া (১৩) নামে এক কিশোরী বুধবার দুপুরে আত্মহত্যা করেছে। অপরদিকে, পিএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যার চেষ্টা করেছে একই উপজেলার রাকিব (১২) নামে আরেক শিক্ষার্থী।
৪ বছর আগে
জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাস ৮৭.৯০ শতাংশ
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) সমমানের পরীক্ষায় চলতি বছরে ৮৭.৯০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
৪ বছর আগে
জেএসসি, জেডিসি, পিইসি ও ইবতেদায়ীর ফলাফল মঙ্গলবার
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি), ইবতেদায়ী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল মঙ্গলবার প্রকাশিত হবে।
৪ বছর আগে
পিইসি, ইবতেদায়ি, জেএসসি, জেডিসি পরীক্ষার ফল ৩১ ডিসেম্বর
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও সমমানের ইবতেদায়ি এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর।
৪ বছর আগে