বৃহস্পতিবার মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, বছরের শুরুতে প্রথম দিনে সকল পাঠ্যবই প্রদান বিশ্বে একটি অনন্য দৃষ্টান্ত। গত ১০ বছর ধরে বিনামূল্যে এই বই বিতরণ করা হচ্ছে। এ বই প্রদানের ফলে শিক্ষার্থীদের জন্য সময়মতো বই পাওয়া এবং পড়াশুনা করার সুযোগ খুলে গেছে।
তিনি বলেন, নির্বাচনের বছর হওয়ায় এ বছরটা ব্যতিক্রমী। এবছরও যাতে জানুয়ারির এক তারিখে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া যায়, সেজন্য আমরা আগে থেকেই পরিকল্পনা নিয়ে কাজ করেছি।
এবার প্রায় ৩৬ কোটি পাঠ্যবই বিতরণ করা হবে জানিয়ে নাহিদ বলেন, এর মধ্যে ২১ কোটি বই ইতিমধ্যে জেলা-উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। বাকী বইগুলো ডিসেম্বরের ১০ তারিখের মধ্যে পৌঁছে দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
এনসিটিবি’র চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বোর্ডের সকল সদস্য এবং কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।