দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৬০ হাজার ৯৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এবারের পাশের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ।
রবিবার (১৯ জানুয়ারি) বিকাল ৪টায় এই ফল প্রকাশ করা হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছর ৩৭ টি সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০টি আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ উপলক্ষে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত নীতিমালার শর্তানুসারে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএর নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫ হাজার ৩৭২ জন পরীক্ষার্থীকে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।
এছাড়া, পার্বত্য অঞ্চলব্যতীত দেশের সমতল অঞ্চলের উপজাতীয় কোটার শিক্ষার্থীদের তালিকা কোটার স্বপক্ষে সনদ ও প্রমাণ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে যাচাই করে পরে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ১৭ জানুয়ারি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে মোট ১ লাখ ৩৫ হাজার ৬৬৫টি আবেদন জমা পড়ে। তার মধ্যে ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ভর্তি পরীক্ষার পাসের নম্বর ছিল ৪০।
ভর্তি পরীক্ষায় মোট ৬০ হাজার ৯৫ জন (৪৫.৬২ শতাংশ) উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী ছিলেন ২২ হাজার ১৫৯ জন যা মোট উত্তীর্ণ পরীক্ষার্থীর ৩৬ দশমিক ৮৭ শতাংশ। উত্তীর্ণ নারী পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজার ৯৩৬ জন যা মোট উত্তীর্ণের ৬৩ দশমিক ১৩ শতাংশ।
এবারের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯০ দশমিক ৭৫।
আগামী ২ থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে সরকারি মেডিকেল কলেজের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি হতে হবে।
বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি আগামী ২৩ জানুয়ারি প্রকাশ করা হবে।