মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম প্রধানমন্ত্রীর কাছে পুরস্কার তুলে দেন।
পূর্বাচল নিউ টাউন প্রকল্প ২০১৯ সালে এটিএ পুরস্কার লাভ করে। ২৩ নভেম্বর হংকংয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার দেয়া হয়।
জাতিসংঘের মানব উন্নয়ন কর্মসূচির ইউএন-হবিট্যাট আঞ্চলিক অফিস, এশিয়ান হবিট্যাট সোসাইটি, এশিয়ান টাউনস্কেপ ডিজাইন সোসাইটি এবং ফুকুওকা এশিয়ান আরবান রিসার্চ সোসাইটি যৌথভাবে এই পুরস্কার প্রদান করে।
২০ আগস্ট এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ থেকে পাঠানো ৩৬টি আবাসন প্রকল্পের যাচাই-বাছাই শেষে জুরি বোর্ড পূর্বাচল নিউ টাউন প্রকল্পকে মনোনীত করে।
নিউ টাউন প্রকল্পটি প্রায় ৬ হাজার ২২৭ একর জমিতে বাস্তবায়িত হচ্ছে। গাজীপুরের কালীগঞ্জ থানার ১ হাজার ৫০০ একর, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ৪ হাজার ৫৭৭ দশমিক ৩৬ একর এবং খিলক্ষেত থানার অধীনে ১৫০ একর জমিতে এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
মনোনয়ন বাছাইয়ের সময় প্রকল্পটির সুন্দর নকশাকৃত প্লট বিন্যাস, পরিকাঠামোগত পরিকল্পিত উন্নয়ন, সামাজিক ও ধর্মীয় অবকাঠামো উন্নয়ন, পরিবেশগত ভারসাম্য বজায় রাখার জন্য বন সংরক্ষণ, বৃক্ষরোপণ ও পার্ক, খেলার মাঠ এবং স্থানীয়দের অংশগ্রহণকে অগ্রাধিকার দেয়া হয়েছে।