রবিবার গণস্বাস্থ্য কেন্দ্রের ধানমন্ডি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গতকাল (শনিবার) আমরা কিটগুলো অনুমোদনের জন্য ওষুধ প্রশাসনের কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছিলাম। সেগুলো অনুমোদন করা ওষুধ প্রশাসনের দায়িত্ব ...।’
ওষুধ প্রশাসন অধিদপ্তরে গণস্বাস্থ্য কেন্দ্রের একটি প্রতিনিধিদলের কাছ থেকে কিট গ্রহণ করতে অস্বীকৃতি জানানোর পর এ জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ডা. জাফরুল্লাহ বলেন, কর্তৃপক্ষ কিটগুলো ‘অনুমোদিত’ নয় বলে গ্রহণ করতে অস্বীকার করে। ‘তারা বলেছিল কিটগুলো অনুমোদনহীন ছিল ... তবে আমরা সেগুলো আপনাদের (অধিদপ্তর) দিতে চাই যাতে আপনারা পরীক্ষা করতে পারেন। তারা গতকাল জানিয়েছিল যে (সরকারি প্রতিনিধি) সেগুলো গ্রহণ করতে আসবে না। তাই আমরা আজ সেখানে গিয়েছিলাম।’
কিট উদ্ভাবক ডা. বিজন কুমার শীলসহ তিন বিজ্ঞানীকে অধিদপ্তরে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ‘তারা আমাদের কিটগুলো গ্রহণ করেনি এবং আমাদের সেখান থেকে ফিরে আসতে বলেছিল।’