কক্সবাজার, ১১ সেপ্টেম্বর (ইউএনবি)- কক্সবাজারে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে মা মেয়েসহ ছয়জন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে চকরিয়া উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
তারা হলেন-চকরিয়া উপজেলার সাইফুল আলমের ছেলে আবুল কাসেম (২৩), মনসুর আলমের ছেলে জহির আহমেদ (৩০), রোকেয়া বেগম (৩৭) এবং তার মেয়ে বাসন্তি সিকদার (১৪) ও লোহাগাড়া উপজেলার লেগুনা চালক খায়ের আহমেদ (৩৭)।
সিরিঙ্গা হাইওয়ে পুলিশের এসআই নুর-ই আলম জানান, ১১টার দিকে বারোতলী রাস্তারমাথা এলাকায় ঢাকাগামী বাস ‘স্টারলাইন পরিবহন’র সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার চালকসহ চার যাত্রী নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। এদের মধ্যে দুজনকে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান।
তিনি জানান, আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।